যুক্ত হচ্ছে নতুন যত ফিচার

আইওএসের নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
যুক্ত হচ্ছে নতুন যত ফিচার

জানুয়ারির শেষের দিকে অপারেটিং সিস্টেম আইওএসের আপডেট আনার কথা রয়েছে অ্যাপলের। আগের আপগ্রেডগুলোর তুলনায় এবারের আইওএস ১৮ দশমিক ৩ সংস্করণে তেমন মৌলিক কিছু না থাকলেও আইফোনকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করবে নতুন এই আপডেট। নতুন এই আপডেটে কী কী ফিচার থাকবে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জামিউর রহমান

ক্যালেন্ডার ইভেন্ট তৈরি : আইফোন ১৬ মডেলে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সমর্থন রয়েছে। এটি ছবি থেকে বিভিন্ন ইভেন্টের তথ্য নিয়ে ক্যালেন্ডার অ্যাপে যুক্ত করতে পারবে। আইওএস ১৮.৩ সফটওয়্যার ইনস্টল করার পর আইফোনে ১৬-এর ক্যামেরা বাটনে চাপ দিলে ফিচারটি চালু হবে। এর পর ফোনের ক্যামেরাটি পোস্টার বা লিফলেটের দিকে তাক দিলে স্বয়ংক্রিয়ভাবে ইভেন্টের তথ্য নিয়ে ক্যালেন্ডারে যুক্ত করবে।

গাছ ও প্রাণী শনাক্তকরণ ফিচার : অ্যাপলের সর্বশেষ আপডেটে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স নামের একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা সহজেই উদ্ভিদ ও প্রাণী চিহ্নিত করতে সাহায্য করবে। ফটোস অ্যাপে এ ধরনের ফিচার রয়েছে, যা ছবির অ্যাডিশনাল বা অতিরিক্ত তথ্য দেখার সময় উদ্ভিদ, প্রাণী ও পোকামাকড় সম্পর্কে তথ্য দেয়। তবে আইওএস ১৮ দশমিক ৩ ইনস্টল করার পর ক্যামেরা কন্ট্রোলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স অপশন ব্যবহার করলে সব তথ্য রিয়েল টাইমে অর্থাৎ সঙ্গে সঙ্গেই দেখা যাবে।

এআই নোটিফিকেশন সারসংক্ষেপ : অ্যাপল ইন্টেলিজেন্সের নোটিফিকেশনের সারসংক্ষেপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একই অ্যাপে একাধিক নোটিফিকেশন একত্রে থাকে এবং সব বিষয় নিয়ে একবাক্যে সারসংক্ষেপ দেওয়া হয়। তবে আইওএস ১৮.৩-এ আইফোনের লক স্ক্রিনের এআই নোটিফিকেশনের সারসংক্ষেপগুলো প্রতিটি অ্যাপের সেটিংস থেকে আরও সহজে পরিচালনা করা যাবে। এখন থেকে নোটিফিকেশন সারাংশের ওপর বাম দিকে দ্রুত সোয়াইপ করলে সারসংক্ষেপে বন্ধ করার জন্য নতুন অপশন দেখা যাবে। এ ছাড়া ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন বিভাগে গিয়ে এই অপশন বন্ধ বা চালু করা যাবে। এ ছাড়া এবারের আইওএস ১৮ দশমিক ৩ আপডেটে নোটিফিকেশেনের সারসংক্ষেপগুলো এখন ইটালিক ফন্টে দেখানো হবে। ফলে সাধারণ নোটিফিকেশনের মধ্য থেকে এগুলো সহজে আলাদা করা যায়। তবে বর্তমানে অ্যাপল নিউজ এবং এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির অ্যাপগুলোর জন্য বিজ্ঞপ্তির সারাংশ সাময়িকভাবে নিষ্ক্রিয় রয়েছে। কারণ বিভ্রান্তিকর সারাংশকৃত খবরের শিরোনাম সম্পর্কিত বিস্তৃত রিপোর্ট পাওয়া গেছে।

ক্যালকুলেটর অ্যাপে নতুন ফিচার : নতুন ১৮ দশমিক ৩ আপডেটে ক্যালকুলেটর অ্যাপে পুনরাবৃত্তি অপারেশন ফিরিয়ে আনা হবে। এখন সমান চিহ্ন দুইবার ট্যাপ করলে শেষ গাণিতিক অপারেশনটি পুনরাবৃত্তি করবে অ্যাপটি। উদাহরণস্বরূপ, ১০Í১০ ট্যাপ করার পর সমান চিহ্ন ট্যাপ করলে ফলাফলে ১০০ সংখ্যা পান। তবে আবার সমান চিহ্ন ট্যাপ করলে এটি ১০০Í১০ গুণ করবে এবং প্রতিবার আপনি সমান চিহ্ন ট্যাপ করলে এটি ১০ দিয়ে গুণ করতে থাকবে। এটি একটি ছোট পরিবর্তন হলেও বেশ গুরুত্বপূর্ণ।