রাবি কেন্দ্রে ঢাবির তিন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৫, ১৫:২৭
শেয়ার :
রাবি কেন্দ্রে ঢাবির তিন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ শতাংশ।

এই বিষয়ে রাবির কলা অনুষদের ডিন ও রাবি কেন্দ্রের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় রাবি কেন্দ্রে ১২ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ হাজার ৯৫৮ জন এবং অনুপস্থিত ছিল ৯১৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৯২.৯৫ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার সক‌াল ৮টা থে‌কেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হতে থাকেন। পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগেই লাইনে দাঁড়িয়ে একজন একজন করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ও ঘড়িসহ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন।

কুষ্টিয়া থেকে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু মেহেদী হাসান বলেন, আজ ভোরে একটি বাস ও মাইক্রো গাড়িতে কোচিং -এর ৬৫ জন এসেছি। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ায় সুবিধা হয়েছে অনেক। পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল। পরীক্ষাও ভালো হয়েছে। কিন্তু লিখিত অংশটা কিছুটা খারাপ হয়েছে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪৯৮ জন আবেদনকারী ছিল। সেই হিসাবে আসনপ্রতি লড়েছেন প্রায় ৪৩ (৪২.৭৮) জন।

বিগত বছরগুলোর ন্যায় আইবিএ এবং চারুকলা ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে হচ্ছে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এর আগে গত বছরের ৪ নভেম্বর থেকে শুরু হয় চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, যা চলে ২৭ নভেম্বর পর্যন্ত। এদিকে বিশ্ব ইজতেমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন।