বাবার জানাজায় চুরি হলো মনির খানের মোবাইল ফোন
বাবা হারিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে তার বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মো. মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মনির খান ও তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
মনির খান বলেন, ‘আসলে কী বলব, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। জানাজার সময় আমার আইফোন আর আমার ছেলের ফোনটা চোরে নিয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব এখন আর নেই। এমন একটা বিষাদের সময়, মানুষ এসব চিন্তা কীভাবে আসে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবাম প্রকাশ করেন মনির খান। অ্যালবামের প্রায় সব ক’টি গানই তখন শ্রোতাদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে ‘তোমার কোন দোষ নেই’ গানটি নিয়ে আলোড়ন সৃষ্টি করেন এই গায়ক। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট