মাদক ব্যবসায়ী রেজাউল এখন শ্রমিক দলের নেতা

বাউফল প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৫, ১৯:৩১
শেয়ার :
মাদক ব্যবসায়ী রেজাউল এখন শ্রমিক দলের নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মাদক ব্যবসায়ী রেজাউল সরদার ওরফে রেজু শ্রমিক দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ধানের শীষে ভোট চেয়ে এলাকায় ব্যানার-ফেস্টুনে টাঙিয়েছেন তিনি।

ফেস্টুনে দেখা যায়, বাউফলের কালাইয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে রয়েছে রেজাউল সরদারের নাম। ‘তারেক রহমান এর সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা ফেস্টুনে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক দল নেতাকর্মীদের ছবি জুড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, রেজাউল ওরফে রেজু কালাইয়া সরকারি কবরস্থানের পাশে আস্তানা তৈরি করে কয়েক বছর ধরে মাদক ব্যবসা করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা মিজান মোল্লার শেল্টার নিয়ে রেজাউল মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। আওয়ামী লীগের পতনের পর ছাত্র-জনতা রেজাউলের মাদক আস্তানা ভেঙে দেয়। এরপরই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে বন্দরের কয়েকটি স্থানে তার ফেস্টুন দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার শীর্ষ নেতার অনুমতি নিয়েই নিজেকে কালাইয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে প্রকাশ্যে এনেছেন রেজাউল সরকার। মাদক সংক্রান্ত মামলায় তিনি অনেকবার কারাগারে গেছেন। বর্তমানে তার নামে একাধিক মামলা রয়েছে। তার ওই ফেস্টুন দেখে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গত সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা মিজান মোল্লার শেল্টারে মাদক ব্যবসা পরিচালনা করতেন রেজাউল। এখন আবার শ্রমিক দল নেতার পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার পায়তারা করছেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু বলেন, ‘রেজাউল ওরফে রেজু শ্রমিক দলের কেউ নয়। দলের পরিচয় বহন করে কেউ অনৈতিক কাজ করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’

মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে রেজাউল বলেন, ‘আমাকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময়ই পুলিশ সোচ্চার। সে ক্ষেত্রে দলীয় পরিচয় বহন করা মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।’