কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ১৮:৫৯
শেয়ার :
কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন

মনির খান ও তার বাবা মাহবুব আলী খান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান।

মনির খানের ভ্যারিফায়েড ফেসবুক থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে আরও জানানো হয়, আগামীকাল বুধবার বলো ১১টায় নিজ গ্রামে মাহবুব আলী খানের জানাজা অনুষ্ঠিত হবে। পোস্টে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে।

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী।

বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান। মাঝে দলত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে।