শহীদ আসাদের জীবন উৎসর্গ শেখ মুজিবের মুক্তির প্রেরণা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ২২:৪২
শেয়ার :
শহীদ আসাদের জীবন উৎসর্গ শেখ মুজিবের মুক্তির প্রেরণা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম জীবন উৎসর্গ বার্ষিকীতে ২০ জানুয়ারি সোমবার জাতীয় শহীদ মিনারে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, শহীদ আসাদের জীবন উৎসর্গই শেখ মুজিবের মুক্তির প্রেরণা।

তিনি বলেন, শহীদ আসাদের জীবন উৎসর্গ ও তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের অবিস্মরণীয় অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা উচিত।

 সভায় শহীদ আসাদের জীবন উৎসর্গ ও তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের অবিস্মরণীয় অবদান নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা মহান মুক্তিযুদ্ধের পর বিগত ৫৩ বছরে বিদেশি দালাল শাসকশ্রেণির দেশ বিরোধী বিশ্বাসঘাতকতার ইতিহাস। ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জাতিকে নতুনভাবে আত্মবিশ্বাসের প্রেরণা ঘুগিয়েছে।

স্মরণ সভায় বক্তব্য দেন বিপা দত্ত, প্রকৌশলী বিডি রহমত উল্লাহ, ডা. হারুন অর রশিদ, কমরেড বেলাল চৌধুরী, জাকির হোসেন, কামাল হোসেন বাদল, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, আরিফ খান ইউসুফ জাই, রঘু আভিজিৎ রায়, মারুফা চম্পা প্রমুখ।