স্বামীকে নিয়ে অভিনেত্রীর আবেগঘন পোস্ট
স্বামী নাসিরের সঙ্গে চমক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয় দিয়ে অল্প ক’দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব আছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ব্যক্তিজীবনের নানা কথাও শেয়ার করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার লিখলেন স্বামী আজমান নাসিরকে নিয়ে।
স্বামীর জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার ফেসবুকে চমক লিখেছেন ‘প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার মা-বাবাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। বলতে চাই, তোমার সঙ্গে অন্তত হাজারও অলস সূর্যাস্ত দেখতে দেখতে আমি চা পান করতে চাই।’
তিনি আরও লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠে তোমাকে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা, সঙ্গে হাজারও কফি ডেট। এদিকে তোমার ছবি কে পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি, আর গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় প্রিয় গান শোনা হয় আমাদের।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সবশেষ চমক লিখেছেন, ‘একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারও রাত শুধু তোমার হাত ধরে থাকব। আমাদের মাথায় কিছুই নেই, শুধু আমরা দু’জন এখানে এবং চিরকাল, আমি তোমার সঙ্গে এ জীবন উদযাপন করতে চাই প্রিয়। এই দিনটির জন্য অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।’
বলা দরকার, গেল বছরের জুনে মাত্র ৯ টাকা দেনমোহেরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন রুকাইয়া জাহান চমক।