রাজধানীতে আকিজ বশির গ্রুপের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
১৯ জানুয়ারী ২০২৫, ১৯:৪৪
শেয়ার :
রাজধানীতে আকিজ বশির গ্রুপের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম ব্র্যান্ড রোসা বাথওয়্যারের দিনব্যাপি বিজনেস কনফারেন্স - ‘ইভলভ বিয়ন্ড ২০২৫’ সফলভাবে আয়োজিত হলো। আজ রবিবার ঢাকার পূর্বাচলের কালব রিসোর্টে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই সুবিশাল আয়োজনে রোসা বাথওয়্যারের সঙ্গে সম্পৃক্ত ৩০০-এর অধিক ব্যবসায়িক সহযোগী একত্রিত হয়েছিলেন।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের সকল কর্মকর্তা-সহ আয়োজনটিতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তসলিম মো. খান এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।

কনফারেন্সে অংশগ্রহণকারীদের জন্য ছিল ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী এবং জমকালো ‘গালা নাইট’। কোম্পানির সাফল্য উদযাপনের পাশাপাশি, আসন্ন বছরের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণে সবার অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে কনফারেন্সটি। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রেরণা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরো শক্তিশালী করেছে।