সায়ানের ‘এটাই আমার রাজনীতি’
দেড় যুগেরও বেশি সময় ধরে সুরের ভুবনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। নিজস্ব গায়কি দিয়ে জয় করে নিয়েছেন শ্রোতাদের মন। অন্যয়ের প্রতিবাদ করতে বিন্দুমাত্র পিছপা হন না প্রতিবাদী গানের এই শিল্পী। সকল দমনপীড়নে বরাবরই সরব ছিলেন সায়ান। গান-কবিতা নিয়ে ছিলেন মিছিলের অগ্রভাগে।
সেই সায়ন এবার প্রকাশ করলেন নতুন গান। শিরোনাম ‘এটাই আমার রাজনীতি’। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতে আছেন শুভদীপ মজুমদার। আর গানের লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে শিল্পীর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
‘এটাই আমার রাজনীতি’র কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ দেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিয়েছেন সায়ান। জানিয়ে দিয়েছেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তার রাজনৈতিক দর্শন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, গেল বছর ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে গানটির স্টুডিও ভার্সন ফেসবুকে প্রকাশ করেন সায়ান। সেসময় ক্যাপশনে লিখেছিলেন, ‘শিল্পী হিসেবে কিংবা এই দেশের নাগরিক হিসেবে অথবা এই বিশ্বজগতের কোনো একটি প্রাণ হিসেবে, সব বিচারেই আমার একটা রাজনীতি আছে। সেটা হলো ক্ষমতার থেকে দূরত্বে থাকা। আমি যেটুকু দেখেছি এইটুকু জীবনে, ক্ষমতার চরিত্রই হলো সে কেন্দ্রীভূত হয়ে আস্তে আস্তে অত্যাচারী হতে থাকে, সাধারণ মানুষের সেবক না হয়ে শোষক হতে শুরু করে। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। তার থেকে বিচ্যুতি আমার নিজের হাতে নিজের অপচয়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট