কারাবন্দি শ্রমিকলীগ নেতার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৫, ২১:৪৩
শেয়ার :
কারাবন্দি শ্রমিকলীগ নেতার মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে শ্রমিকলীগ নেতা মো. জহিরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জহিরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ ডিসেম্বর জুলাই বিপ্লবের হত্যা মামলায় তিনি গ্রেপ্তর হয়ে গাজীপুরের জেলা কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি অসুস্থ্য বোধ করেন। জেলখানার চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সেমোতাবেক তাকে ৪টা ৪০ মিনিটের দিক গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জহির পূর্ব থেকে অসুস্থ্য থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরদেহের সুরতহাল রিপোটর্রে জন্য ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া মেনে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতারেলর আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ বলেন, শেখ জহিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের রিপোর্টটের ভিত্তিতে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।