অটোরিকশাচালকের মৃত্যুতে ৪ পুলিশ ক্লোজড

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৯ জানুয়ারী ২০২৫, ১৪:৫৭
শেয়ার :
অটোরিকশাচালকের মৃত্যুতে ৪ পুলিশ ক্লোজড

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের পিটুনিতে মোহাম্মদ ইয়াসিন মিয়া (৪১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ অভিযোগে কটিয়াদী মডেল থানার উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ৪ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের ক্লোজড করা হয়।

পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তুফা মিয়া, নাহিদ হাসান ও কনস্টেবল আশরাফুল ইসলাম।

জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াসিন মিয়া অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে পুলিশ ইয়াসিনকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়াসিনের পরিবার অভিযোগ তুলেছেন পুলিশের পিটুনিতে তার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, কটিয়াদীতে অটোরিকশাচালক ইয়াসিন মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে ৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে আনা হয়েছে।

কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইয়াসিন মিয়ার মরদেহ ম্যাজিস্টেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।