‘আমার পারিশ্রমিক ভাগ্য খুব একটা ভালো না’

বিনোদন প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৫, ১৩:৫০
শেয়ার :
‘আমার পারিশ্রমিক ভাগ্য খুব একটা ভালো না’

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের অভিনয়ের পথচলা শুরু হয় এইচ আকবরের ‘জলছবি’ সিনেমার মধ্যদিয়ে। আর প্রথম চরিত্র ছিল চিকিৎসকের। একই পরিচালকের ‘জীবন তৃষ্ণা’তেও দেখা যায় এই অভিনেতাকে। সেই শুরু, এরপর আর পিছনে ফিরতে হয়নি।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র বলেছিলেন, ‘আমার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল আড়াই হাজার টাকা। “জীবন তৃষ্ণা” ছবিতে অভিনয় করে টাকাটা পেয়েছিলাম। সম্ভবত টাকাটা দিয়ে ছেলেমেয়ের জন্য উপহার কিনেছিলাম। আর আমার পারিশ্রমিক ভাগ্য খুব একটা ভালো না। অনেকের কাজ করেছি কিন্তু পারিশ্রমিক ঠিকমতো পাইনি। অনেকে অনুরোধ করে বলতেন, “দাদা, টাকাটা কম দিলাম, এটাই রেখে দেন।” কেউ অনুরোধ করলে আমি কিছু বলতে পারতাম না। অবশ্য এ নিয়ে আমার কোনো দুঃখ কিংবা আপেক্ষ নেই।’

সেই সাক্ষাৎকারে বলিউডের কাজ করার প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। অভিনেতার ভাষ্য, ‘একবার বলিউডে ছবিতে কাজ করার প্রস্তাব আমি পেয়েছিলাম। ছবি না করায় শাবানা আমার ওপর খুব রেগে গিয়েছিল। তখন বুঝেছিলাম শাবানা আমার ভালো চাইত।’

এদিকে, গতকাল রবিবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পর্দার নবাব’খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। আজ সোমবার বাদ জোহর এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর অভিনেতাকে নেওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কিংবদন্তি এই অভিনেতা।