বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

রংপুর প্রতিনিধি
০৫ জানুয়ারী ২০২৫, ১৮:৫৮
শেয়ার :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে।  এ ছাড়াও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ১০৯ তম সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।

উপাচার্য বলেন, ‘জুলাই বিপ্লবের প্রথম শহিদ বেরোবি ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত ৭১ জনের মধ্যে ১৫ জন শিক্ষার্থীদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টার ও ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবু সাইদ হত্যার ব্যাপারে আমরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) যথাযথ চাপ দিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত এই মামলাটা নিয়ে কাজ করবেন। কোটা সংষ্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটে তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে।’

উপাচার্য আরও বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের আগে ক্যাম্পাসে কোনো সমিতি বা ইউনিয়নের নির্বাচন হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশন গঠন করার পরে সকল স্টোকহোল্ডার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রোডম্যাপ তৈরি করবে। এ বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ তারপরও যদি কোনো সংগঠন তাাদের ব্যানার নিয়ে কার্যক্রম চালায় তাহলে এ ব্যাপারে শৃঙ্খলাবোর্ডকে নীতিমালা তৈরির জন্য বলা হয়েছে। আবু সাঈদের যে মামলা এতে যারা আসল দোষী তারা যেনো শাস্তি পায়।’