গোপনীয়তা লঙ্ঘনের মামলা নিষ্পত্তি করতে ১১৪০ কোটি টাকা দিচ্ছে অ্যাপল

প্রযুক্তি সময় ডেস্ক
০৫ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
গোপনীয়তা লঙ্ঘনের মামলা নিষ্পত্তি করতে ১১৪০ কোটি টাকা দিচ্ছে অ্যাপল

অ্যাপলের ভার্চুয়াল সহকারী ‘সিরি’ গোপনে ব্যবহারকারীদের কথোপকথন শোনে- এমন অভিযোগে দায়ের করা পাঁচ বছরের পুরনো এক মামলার নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ১১৪০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মঙ্গলবার মামলার প্রাথমিক নিষ্পত্তি করার আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল অভিযোগ অস্বীকার করলেও মামলা নিষ্পত্তিতে সম্মতি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি তহবিল গঠন করা হবে, যা থেকে ক্ষতিগ্রস্ত সিরি ব্যবহারকারীদের ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সিরির মাধ্যমে সংগৃহীত কথোপকথনের তথ্য মুছে ফেলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

২০১৯ সালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সিরি গোপনে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের কথোপকথন শোনে এবং সংরক্ষিত তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করতে পারে। অ্যাপল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তবে মামলার নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠানটি এ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

এর আগে ২০২৩ সালে অ্যামাজনও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৬০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিয়েছিল। তাদের তৈরি ‘রিং’ ডোরবেল ক্যামেরা ও ডিজিটাল সহকারী ‘আলেক্সা’র মাধ্যমে তথ্য সংরক্ষণের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।