বনানীতে সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানী থানা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশ, ছাত্র-জনতা এবং এলাকার সম্মানিত নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বনানী মডেল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিষ্টিক ফিন্যান্স এন্ড প্রকিউরম্যান্ট ) হাসান মো. শওকত আলী, গুলশান থানার ডিসি ও বনানী থানার ওসি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বনানী সোসাইটির নেতারা, ৫ আগষ্ট বিপ্লবের সমন্বয়করা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ইসলামীর নেতাকর্মী, ব্যবসায়ী সমিতিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপি নেতারা বলেন, তারেক জিয়ার নির্দেশ কোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্মে কোনো কর্মী লিপ্ত থাকলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। বনানী এলাকায় ট্রাফিক জ্যামের কারণে মেইনরোড থেকে বনানীতে ঢুকতে ও বের হওয়ার রাস্তাগুলো বন্ধ থাকায় জ্যাম লেগে থাকে, এসব জ্যাম নিরসন করতে হবে। বিদ্যা নিকেতন স্কুল এলাকায় মাদক সেবনকারীদের গ্রেফতার করতে হবে। এখানে অনেক ট্রাভেল এজেন্ট রয়েছে - বিদেশগামী মানুষ এলে তাদের টাকা পয়সা ছিনতাই হয়। এলাকায় থেকে চুরি-চামারি, ছিনতাই ইত্যাদি বন্ধ করতে হবে। ফুটপাত উঠানো, চাঁদাবাজি বন্ধ করতে হবে। দুর্ঘটনায় মামলা খাওয়া গাড়িগুলো বনানীর রাস্তায় এলোমেলোভাবে ফেলে রাখা হয়, সেগুলো রাস্তা থেকে তুলে নিতে হবে।
নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানের নির্দেশনা দেন। এ বিষয়ে বনানী সোসাইটির সভাপতি শওকত হোসেন দিলনের সহযোগিতা চান অতিরিক্ত পুলিশ কমিশনার।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড