ইবি সাংবাদিক ফোরামের সভাপতি রানা, সম্পাদক নাজিম

ইবি প্রতিনিধি
০২ জানুয়ারী ২০২৫, ২১:৩২
শেয়ার :
ইবি সাংবাদিক ফোরামের সভাপতি রানা, সম্পাদক নাজিম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ -এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রানা আহম্মেদ অভি এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস -এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজিম হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সাংবাদিক ফোরামের অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মেতালেব বিশ্বাস লিখন (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শাহরিয়ার (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী (দ্য কান্ট্রি টুডে), দপ্তর সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল (সময়ের কাগজ ও নিউজজি২৪), কোষাধ্যক্ষ মোহাম্মদ হাছান (দ্য মনিং গ্লোরি), প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ (স্বাধীন ভোর)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবীব রানা (আমাদের সময়), ফারহানা ইবাদ রিয়া (এশিয়ান মিরর), আবিদ হাসান ইমতিয়াজ (গ্রামের কাগজ), আবদুল্লাহ আল রাহাত (আলোকিত সকাল), তারিকুল ইসলাম (নয়াকণ্ঠ), মো. আসাদ উল্লাহ (ভোরের চেতনা), আবু বকর (দ্য মুসলিম টাইমস)।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মুক্ত, স্বাধীন ও স্বতন্ত্র’ সাংবাদিকদের প্ল্যাটফর্ম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ২০২২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে এই সাংবাদিক সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।