বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল আকিজ বোর্ড

সংবাদ বিজ্ঞপ্তি
২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৭
শেয়ার :
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল আকিজ বোর্ড

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা পেল আকিজ বোর্ড। দেশে কাঠের বোর্ড শিল্পের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ বছরই প্রথম উডেন বোর্ড ক্যাটাগরিতে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আর প্রথমবারের এ উদ্যোগেই সেরা হওয়ার গৌরব অর্জন করে আকিজ বোর্ড।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সমন্বয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

নাউ ইউ ক্যান বা এখন তুমি পারবে, মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দিতে আকিজ বোর্ডের নিয়মিত গুণগত মান উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি একনিষ্ঠ চেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করে। সফলতার সঙ্গে নিয়মিত বৈচিত্রময় বোর্ড সরবরাহের পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বাজারে নিয়ে আসা আকিজ বোর্ডের প্রিমিয়াম সারফেস সলিউশন গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। যার ফলে বোর্ড শিল্পে সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আকিজ বোর্ড মার্কেট লিডার হিসেবে পুরো ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করেছে।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এই সম্মাননায় ভূষিত করতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। 

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হয়। দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের উপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এই সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়। যার কারণে এই সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ বোর্ডের অবস্থান আরও মজবুতই হয়েছে এবং সেই সাথে ভবিষ্যতে নিত্য নতুন উদ্ভাবন ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত কর দিয়েছে।

ব্র্যান্ড হিসেবে আকিজ বোর্ডের এই অসামান্য অর্জন শুধু তাদের জন্য গৌরবেরই নয়, একই সঙ্গে গ্রাহকদের অনুপ্রাণিত করার পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে ত্বরান্বিত করবে।