বড়দিনে তারকা হোটেল শেরাটনে ‘কিডস পার্টি’

প্রেস বিজ্ঞপ্তি
২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০১
শেয়ার :
বড়দিনে তারকা হোটেল শেরাটনে ‘কিডস পার্টি’

আর একদিন পরেই বড়দিন। এ উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো সেজেছে উৎসবের সাজে। ঝলমলে ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে কোণে কোণে। সান্তা ক্লজ, উপহার, শিশুদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করেছে হোটেলগুলো। দিনটি উপলক্ষে ঢাকার শেরাটন হোটেল আয়োজন করেছে চমৎকার কিডস পার্টি। মনোমুগ্ধকর এ আয়োজনে থাকবে দারুণ সব গেম, মজার মজার খাবার আর নানা লাইভ অনুষ্ঠান।

এরই মধ্যে রাজধানীর বনানীতে অবস্থিত পাঁচ তারকা হোটেল শেরাটন সেজেছে নতুন রূপে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষদের জন্য রয়েছে আয়োজন।

বড়দিনে হোটেলের আলফ্রেস্কো লেভেল ১৪-তে শিশুদের জন্য থাকছে গার্ডেন থিমের কিডস পার্টি। ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই পার্টি। যার টিকেট মূল্য জনপ্রতি রাখা হয়েছে ৩ হাজার টাকা (২ বছরের উর্ধ্বে কম বয়সী শিশুদের জন্য)। এতে থাকবে দারুণ সব উপহার, সান্তা ক্লজ, সুস্বাদু খাবার, ইনডোর গেমস, রাইডস, সৃজনশীল প্রতিযোগিতা, জাদু, পাপেট শো সহ নানা চমক।

এছাড়া শেরাটন ঢাকায় ২৪ থেকে ২৫ ডিসেম্বর বুফে ডিনারসহ নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে দ্য গার্ডেন কিচেনে জনপ্রতি ৯ হাজার ৯৫০ টাকায় থাকছে ক্রিসমাস বুফে ডিনার এবং জনপ্রতি ৭ হাজার ৪৫০ টাকায় ক্রিসমাস বুফে ব্রাঞ্চ। ইউমি: বিশেষ ৭ কোর্সের সেট মেনু এবং টোস্টিনা: ক্রিসমাস-থিমের মিষ্টান্ন।

বড়দিনের এই আয়োজন যোগ দিতে অনলাইন থেকে টিকেট নিতে পারেন এই লিংক থেকে: https://sher.at/6182Q2Xcg। আবার স্পটে গিয়েও টিকেট কাটতে পারবেন। যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন- +৮৮০২৫৫৬৬৮১১১ এই নম্বরে।