বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় পিকলু

বিনোদন প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯
শেয়ার :
বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় পিকলু

রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু আর নেই। জানাজা শেষে আজ শনিবার তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পিকলুর ঘনিষ্ঠ বন্ধু সিপার আলতামুস।

তিনি জানান, জোহরের নামাজের পর কলেজ গেইট জামে মসজিদে পিকলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখন তারা আজিমপুর কবরস্থানে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন এই গিটারিস্ট।

মৃত্যুকালে পিকলুর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আর তার পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন।

গেল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে নিজেই গিটার হাতে জ্যামিং করেন। পারফর্ম করার সময় অসুস্থতা অনুভব করেন। অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধু সিপার জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। চলতি বছরের শুরুর দিকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

পিকলুর মৃত্যুতে ব্যান্ড সংগীতাঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তারকারা।

অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’