জাতীয় সরকার না হলে এই সরকার ৬ মাসও টিকবে না: ভিপি নুর
বিপ্লবে অংশগ্রহণকারী সবার প্রতিনিধিত্বের জাতীয় সরকার না হলে ছয় মাস টিকে থাকাও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতেদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, আওয়ামীলীগকে পুর্নবাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ,রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। জাতীয় সরকার ছাড়া এ সরকার ৬ মাসও টিকবে না।
নুর বলেন, ‘আমাদের অফিসে অনেকে আসে, যাকে জিগ্যেস করি কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে না। যাদের রক্ত, হাত-পা, চোখ হারানোসহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সেই বিপ্লবীদের খোঁজ-খবর নিচ্ছে না, সহযোগিতা করছেন না।
তিনি বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য ও দুঃখজনক। বার বার আহত ,নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না। সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি, অনেককেই থামিয়েছি। কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না। তাই আমরা পরিস্কার বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি ও নিহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেয়া হবে না।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমরা বার বার বলেছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে, বিপ্লব নস্যাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে ,জাতীয় সরকার গঠন করে এ সংকট মোকাবিলা করুন। তারা পরিচিত সার্কেল ,বন্ধু-বান্ধব ,সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠণ করেছে। যা গণঅভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। ৪ মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি। আওয়ামীলীগকে পুর্নবাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ,রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। জাতীয় সরকার ছাড়া এ সরকার ৬ মাসও টিকবে না।