কাচ-সিরামিক শিল্প-গবেষণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
শেয়ার :
কাচ-সিরামিক শিল্প-গবেষণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

কাচ-সিরামিক শিল্প-গবেষণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শিল্পোন্নয়নে দেশ হবে পুনর্গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আইএফ এসটি সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাজী আনোয়ার হোসেন সদস্য (উন্নয়ন) বিসিএসআইআর, ড. হোসনে আরা বেগম সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) বিসিএসআইআর।

আরও উপস্থিত ছিলেন মো. ইফতেখার আহমেদ চৌধুরী সদস্য (প্রশাসন) বিসিএসআইআর। কর্মশালাটি সভাপতিত্ব করেন ড. শিরিন আক্তার জাহান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (আইজিসিআরটি) বিসিএসআইআর। সেমিনারে স্টেকহোল্ডার ও বৈজ্ঞানিক কর্মকর্তারা কাচ-সিরামিক শিল্প দেশের উন্নয়নের অবদান সম্পর্কিত আলোচনা করেন।