সাবেক এমপি নদভী রিমান্ডে
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি