হেলাল হাফিজের মৃত্যুতে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির শোক

প্রেস বিজ্ঞপ্তি
১৩ ডিসেম্বর ২০২৪, ২১:০২
শেয়ার :
হেলাল হাফিজের মৃত্যুতে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির শোক

হেলাল হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান। আজ শুক্রবার এক বার্তায় তারা এ শোক জানান।

শোক বার্তায় তারা বলেন, ‘স্বাধীনতা ও দ্রোহের কবি হেলাল হাফিজের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

হেলাল হাফিজ (৭ অক্টোবর ১৯৪৮ — ১৩ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি তাঁর কাব্যপ্রতিভার জন্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

নেত্রকোনার আটপাড়ায় জন্ম কবির কবিতা সংকলন ‘‘যে জলে আগুন জ্বলে’’ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে, যা তাঁর কবিতার পাঠকপ্রিয়তার প্রমাণ। প্রায় ২৬ বছর পর ২০১২ সালে স্বল্পপ্রজ এই কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘‘কবিতা একাত্তর’’ প্রকাশিত হয়।

কবির অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পঙ্‌ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে কয়েক যুগ ধরে উচ্চারিত হয়ে আসছে। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

তাঁর মৃত্যুতে দেশ এক প্রথিতযশা কবিকে হারালো, কবিতাপ্রেমীরা হারানো তাদের প্রিয় কবিকে।

আমরা বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সব সদস্যের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।’