রাজধানীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির র‌্যালি ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
০৯ ডিসেম্বর ২০২৪, ২২:২২
শেয়ার :
রাজধানীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির র‌্যালি ও আলোচনা সভা

আজ সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে দুদক পর্যন্ত বণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী র‍্যালি পূর্ব সমাবেশে বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্য বাস্তবায়ন, পরকালে বিশ্বাস, দেশপ্রেম ঈমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের দুর্নীতি নির্মূল হলে বাংলাদেশের ৯০% সমস্যার সমাধান।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিটি গঠন, সৎ যোগ্য নির্মোহ দেশপ্রেমিকদের নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতিবাজদের কঠিন শাস্তির আইন করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধ, গনতন্ত্র, সুশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। তিনি নিজকে, নিজের ঘর, নিজের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ সহ রাজধানীর সকল অফিস আদালত কর্মস্থলে দুর্নীতিবাজদের পাহারা দেয়ার জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করেন।

এদিকে, বিকেল ৩টায় পান্থপথ সেল সেন্টার অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড. শাহজাহান সাজু, ড. আব্দুল হক তালুকদার, আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির ভুঁইয়া, অধ্যাপক ড. সৈয়দ মো. শামছুদ্দিন, এড. গোলাম মোহাম্মদ চৌধুরী দুলাল, ইউং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক, বাসসের সাংবাদিক আতাউর রহমান, কবি ও নজরুল গবেষক এইচ এম সিরাজ, ড. লুৎফর রহমান, পারভীন নাসের খান ভাসানী, সেতারা রেজভী লাকী, বীর মুক্তিযোদ্ধা কাদের মন্ডল, কবি ও লেখক সাহানা সুলতানা, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেত্রী আদিনা খান প্রমুখ।