চ্যাটজিপিটি সমাধান করবে জটিল গাণিতিক সমস্যা

প্রযুক্তি সময় ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
চ্যাটজিপিটি সমাধান করবে জটিল গাণিতিক সমস্যা

প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-এর নতুন উচ্চমূল্যের প্রো-সংস্করণ চালু করেছে। নতুন চ্যাটিজিপিটি প্রো-এর সাবস্ক্রিপশনটির জন্য প্রতিমাসে ২০০ ডলার খরচ করতে হবে এবং এতে ব্যবহারকারীরা কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিশেষ ‘ও১’ মডেলসহ আরও বেশ কিছু উন্নত ফিচারের অ্যাকসেস পাবেন। মডেলটি কোম্পানিটির ‘রিজোনিং’ বা যুক্তি সিরিজের প্রথম মডেল, যা জটিল প্রশ্নের উত্তর দ্রুত চিন্তা করে দিতে পারে। বিশেষ করে জটিল গাণিতিক ও কোডিং সমস্যার সমাধান আরও দ্রুত দেবে।

গত সেপ্টেম্বরে ‘ও১’ মডেলটি সীমিত আকারে চালু করে ওপেন এআই। তারও আগে জানা গিয়েছিল, গোপন প্রকল্প ‘স্ট্রবেরি’র আওতায় নতুন মডেল তৈরি করেছে কোম্পানিটি। ধারণা করা হয়- এটিই সেই স্ট্রবেরি মডেল। এখন থেকে চ্যাটজিপিটি প্লাস এবং টিম সংস্করণের সাবস্ক্রাইবাররা এই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন এন্টারপ্রাইজ ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রাহকরা এটি ব্যবহার করতে পাবেন।

চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রিপশনটির মাধ্যমে একসঙ্গে ‘ও১’ মডেল, জিপিটি ৪ও এবং অ্যাডভান্সড ভয়েস মডেল ব্যবহার করা যাবে। এতে আরও একটি বিশেষ সংস্করণ থাকবে, যাকে বলা হচ্ছে ও১ প্রো মডেল। এটি কঠিন গাণিতিক এবং কোডিং সমস্যার সর্বোত্তম সমাধান দিতে অধিক কম্পিউটিং শক্তি ব্যবহার করবে। আগের প্লাস সংস্করণটি ব্যবহারের জন্য প্রতিমাসে ২০ ডলার খরচ হবে। এই সাবস্ক্রিপশনে ব্যবহারকারীরা নতুন ফিচারগুলোর প্রাথমিক অ্যাকসেস পাবেন এবং সব ধরনের মডেল ব্যবহার করতে পারবেন।

তবে সবচেয়ে শক্তিশালী ‘ও১’ মডেলটি এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয়। ওপেন এআই ‘শিপমাস’ নামে নতুন ফিচার, পণ্য এবং ডেমো প্রকাশের পরিকল্পনা করছে নতুন সিরিজ। যেখানে টেক্সট থেকে ভিডিও তৈরির এআই মডেল সোরা ও আরও নতুন মডেল নিয়ে বিভিন্ন ঘোষণা করা হবে। ‘ও১’ প্রিভিউ-এর তুলনায় ‘ও১’ সংস্করণটি দ্রুত, শক্তিশালী এবং আরও সঠিক সমাধান দিতে পারবে। বিশেষত কোডিং ও গাণিতিক সমস্যাগুলোর সমাধানে। এটি এখন ছবিতে থাকা বিভিন্ন বিষয় নিয়েও যুক্তিসহ উত্তর দিতে পারবে।

এ ছাড়া ভবিষ্যতে ওয়েব ব্রাউজিং, ফাইল আপলোডসহ আরও কিছু নতুন ফিচারও চ্যাটজিপিটিতে যুক্ত করা হবে। তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।