ছেলের গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩১
শেয়ার :
ছেলের গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. কবির হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর শুনে কবির হোসেনের বাবা জব্বার আলী অসুস্থ হয়ে মারা যান। গ্রেপ্তার হওয়া কবির গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবর সকাল সাড়ে ৭টার সময় তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার দুপুরে পুলিশ কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

নিহতের স্ত্রী কদর জান বলেন, ‘আমার ছেলের নামে কোনো মামলা ছিল না। সে দোকানে ব্যবসা করে। পুলিশ এসে তাকে দোকান থেকে ধরে নিয়ে গেছে। একমাত্র ছেলের গ্রেপ্তারের খবর শুনে আমার স্বামী চিৎকার দিয়ে জ্ঞান হারান। আজ সকালে তিনি মারা যান।’

নিহতের মেয়ে পারুল বলেন, ‘আমারা পাঁচ বোনের এক ভাই কবির। সে বাবার সবেধন নীলমণি। বাবার অতি আদরের কবির। তাকে ঘিরে ছিল বাবার সব। তার অপরাধ সে আওয়ামী লীগ করে। এছাড়া এলাকায় কোনো অপরাধের সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সে নিয়মিত দোকানে বসে ব্যবসা করত। বুধবার দুপুরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এ খবর শুনে বাবা হাওমাও করে ওঠেন। তার পর জ্ঞান হারান। প্রায় ১৭ ঘণ্টা পর বাবার মৃত্যু হয়।’

নিহতের নাতি মেহেদী হাসান জানায়, বাবা আওয়ামী লীগ করতো। তার নামে কোনো মামলা ছিল না। তিনি পালিয়েও থাকতেন না। বুধবার দুপুরে সাদা পোশাকের লোকজন এসে তাকে পুলিশ পরিচয়ে নিয়ে যান। পরে থানায় যোগাযোগ করে জানতে পারি তাকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার দাদা অসুস্থ্য ছিলেন। বাবার গ্রেপ্তারের খবর শুনে তিনি চিৎকার করে ওঠেন। তারপর জ্ঞান হারান। ছেলের গ্রেপ্তারের শোকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, কবির হোসেনকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।