রেস্ট হাউজের আড়াই লাখ টাকা ভাড়া বাকি ইবির সাবেক কোষাধ্যক্ষের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউজের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা পাওয়া রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি পাওনা টাকার ফেরত চেয়ে সাবেক কোষাধ্যক্ষকে একটি চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তর।
চিঠিতে বলা হয়, কোষাধ্যক্ষ থাকাকালীন রেস্ট হাউজের ৩০৩ নম্বর কক্ষটি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আপনার দখলে ছিল। তার মধ্যে ১২৪ দিন আপনার অনুমতিক্রমে আসা অতিথিরা অবস্থান করেছেন এবং তার বিপরীতে ভাড়া পরিশোধ হয়েছে। অতএব, ৮৯০ দিনের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা পরিষদের জন্য আপানকে অনুরোধ করা হলো।
চিঠির জবাবে ড. আলমগীর হোসেন ভূঁইয়া বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটি চিঠি দেন প্রশাসনে। সেই চিঠিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাজ করার জন্য প্রশাসনিকভাবে আলোচনা করে একটি কক্ষ উপ-উপাচার্য এবং একটি কক্ষ কোষাধ্যক্ষকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সে মোতাবেক ১৮ দিন কক্ষটি তিনি ও উপ-উপাচার্য ব্যবহার করেছিলেন। দুজনে মিলে কক্ষটি ব্যবহার করলেও শুধু তার নামে বিল দাখিল করা হয়েছে যা বিভ্রান্তিকর।
এদিকে, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান।
তিনি জানান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যরা হলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. আ.ব.ম.ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তদন্ত কমিটির সদস্য আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘এ সংক্রান্ত চিঠি পেয়েছি।’