চিকিৎসা সেবায় মডেল হতে চায় মাইটোসিস ল্যাব

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪, ২১:৩১
শেয়ার :
চিকিৎসা সেবায় মডেল হতে চায় মাইটোসিস ল্যাব

চিকিৎসাব্যবস্থার প্রতি নেতিবাচক ধারণা পাল্টে দিয়ে স্বাস্থ্যসেবায় মডেল হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে মাইটোসিস ল্যাব। রোগী নিবন্ধন থেকে শুরু করে রোগ নির্ণয়ের প্রতিবেদন-সবকিছুই হবে অটোমেশনে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত মাইটোসিস ল্যাবের উদ্ধোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসাইন বলেন, ‘ঢাকা শহরের শীর্ষ ডায়াগনস্টিক সেন্টারগুলো আমরা ঘুরে দেখেছি, অভিজ্ঞতা নিয়েছি। তাদের ইকুইপমেন্ট, সার্ভিস ও গ্রাহক পরিষেবা পর্যালোচনা করেছি। দেশে এখনও কিছু ভালমানের প্রতিষ্ঠান রয়েছে। এটাকে সামনে নিয়ে আপামর জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। পুরো স্বাস্থ্যসেবায় আমরা মডেল হতে চাই।’

তিনি বলেন, ‘মিরপুর অঞ্চলে বসবাসরতদের বড় অংশকেই চিকিৎসা সেবা পেতে ধানমন্ডি কিংবা অন্যান্য এলাকায় যেতে হয়। এখানে ভালো মানের ল্যাব না থাকায় মূলত এমন সমস্যা। কাজেই এটি আমাদের জন্য একটা বড় সুযোগ।’

ইমাম হোসাইন বলেন, ‘অত্যাধুনিক স্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু হল। মাইটোসিস ল্যাবের অটোমেশন পদ্ধতিতে সেবা মিলবে। রোগীদের ভোগান্তি কমাতে হেলথ আইডি সংবলিত হেলথ কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের দেওয়া টেস্টের তথ্য ল্যাবে পৌঁছে যাবে রোগী পৌঁছানোর আগেই। তাই নমুনা সংগ্রহের জন্য আগেভাগেই প্রস্তুত থাকবে টেকনোলজিস্টরা। এই হেলথ কার্ড দেখালে রোগীরা পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়া পাবে।’

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাছান বলেন, ‘অটোমেশন পদ্ধতির জন্য রোগীদের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। একবার নিবন্ধন করলে আমাদের কেন্দ্রীয় সার্ভার আজীবন তথ্য সংরক্ষণ থাকবে। এইখানে সেবা নেবার পরে পরীক্ষা-নিরীক্ষা ডকুমেন্টস হারিয়ে গেলেও দুশ্চিন্তার কারণ নেই। আমরা রোগীর চিকিৎসা সংক্রান্ত সব তথ্য ল্যাবে সংরক্ষণে রাখব। হেলথ আইডি দিয়ে সার্চ দিলে এক মুহূর্তে রোগীর আগের সব তথ্য মিলবে। চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে ও আধুনিকিকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন, মাইটোসিস ল্যাবের ভাইস চেয়ারম্যান ড. মাসুদ রানা, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুজ্জামান, পরিচালক প্রশাসন মুহাম্মদ সিদ্দীকুর রহমান, পরিচালক অর্থ মো.মজিবুর রহমান মাসুদ, ডাইরেক্টর ব্রান্ডিং মো.আবু বক্কর সিদ্দীক, ডাইরেক্টর রিচার্স এন্ড ডেভেলপমেন্ট মো. জাহাঙ্গীর আলম বাবুল।