দৈনিক আমাদের সময়ের ‘সিলভার প্লে বাটন’ অর্জন (ভিডিও)
বহুল প্রচারিত নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ইউটিউব চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবের মাইলফলক স্পর্শ করেছে। যার পরিপ্রেক্ষিতে ইউটিউবের পক্ষ থেকে চ্যানেলটি পেয়েছে কাঙ্ক্ষিত ‘সিলভার প্লে বাটন’।
নানা সীমাবদ্ধতার পরেও ছোট্ট একটি টিম নিয়ে আমাদের সময়ের মাল্টিমিডিয়া বিভাগের এ অর্জনকে স্বাগত জানিয়েছেন সকলে। যদিও এটি আমাদের সময়ের অফিসিয়ালি প্রথম সিলভার প্লে বাটন অর্জন। তবে বিষয়টি স্মরণীয় করে রাখতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আমাদের সময় পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করে এ অর্জনকে উদ্যাপন করা হয়।
আমাদের সময় পরিবারের সব বিভাগের সদস্যদের নিয়ে নির্বাহী সম্পাদক মাঈনুল আলম সিলভার প্লে বাটনটি আনবক্সিং করেন। পাশাপাশি কেক কাটেন এবং কর্মীদের উদ্দেশে আরও দর্শক ও পাঠকপ্রিয়তা অর্জনের জন্য কাজ করার দিক-নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘দর্শকদের ভালোবাসায় মাল্টিমিডিয়া এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ও ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে অনেক দূর এগিয়ে যেতে হবে।’
এ সময় আমাদের সময়ের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মঈন বকুল বলেন, ‘মাল্টিমিডিয়ার সংবাদকর্মীদের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসায় আজকে ইউটিউবের পক্ষ থেকে আমাদের এই অর্জন। তবে এ অর্জন প্রতিষ্ঠানের সবার। সামনের দিনগুলো আরও অনেক ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’
বার্তা সম্পাদক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা সবাই সামনের দিকে তাকাতে চাই। আগামীতে আমরা আরও এগিয়ে যাবো।’
প্রধান প্রতিবেদক নজরুল ইসলাম বলেন, ‘আগামীতে মাল্টিমিডিয়া টিমকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে সবাই বসে আমরা কিভাবে আরও ভালো করা যায় সে জন্য কাজ করব।’
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ বলেন, ‘এই টিমের সবাই পরিশ্রমী। তাদের হাত ধরেই আজ এ অর্জন। আমরা সবাই মিলে আরও ভালো কিছু করব।’
নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ অবস্থানকে ছোট করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন বিভগীয় প্রধানরা। তারা আরও ভালোর জন্য সার্বিক সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক শাজাহান কমর, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নূরুল আবসার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মুসা, জেনালের ম্যানেজার মার্কেটিং রাশিদুল হাসান, ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান সারোয়ার কবির শাকিল, স্পোর্টস বিভাগের প্রধান মাইদুল আলম বাবু, ফিচার বিভাগের লাবণ্য লিপি, সম্পাদকীয় বিভাগের অ্যামিলিয়া খানমসহ পত্রিকাটির সকল বিভাগের কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা
দেখুন ভিডিও: