মামার ছুরিকাঘাতে ভাগিনার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে মামার কাঁচির আঘাতে ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোখলা গ্রামের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহরিয়ার (১৯)। শাহরিয়ার নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাইকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের লিচুবাগান এলাকার আ. হাইয়ের বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় প্যাড়ামাউন্ড টেক্সটাইলে চাকরি করতেন।
অভিযুক্ত রনি (২০) নিহত শাহরিয়ারের মামা এবং একই এলাকার হোসেন মিয়ার ছেলে। ঘটনার পরই রনি পালিয়ে যান।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, শিল্পাঞ্চলের বাসাগুলোতে সকালে তেমন কেউ থাকে না। ওই বাসার সামনে চিৎকার শুনেছেন। পরে জেনেছেন শাহরিয়ারকে তার মামা বুকে ছুড়িকাঘাত করেছেন। বিষয়টি জানা জানি হলে অভিযুক্ত রনি পালিয়ে যান। পারিবারিক কলহের কারণে রনি এমনটি করে থাকতে পারে। ভাইকে বাঁচাতে শাহরিয়ারের মা উল্টাপাল্টা কথা বলছেন। তিনি চিৎকার করে বলছেন, ‘আমার ছেলে মারা গেছে তাতে কার কি? আমার পোড়ায়না তয় কার পোড়ায়। আমি কোনো অভিযোগ করি নাই, বিচার দেইনাই। তয় কেন পুলিশ লাশ পোস্টমর্টেম করব। আমার লোক পুলিশ র্যাবে আছে। আমি শেষ দেইখা ছাড়ব।’
নিহতের নানা হোসেন মিয়া বলেন, ‘শাহরিয়ার স্থানীয় প্যরামাউন্ড টেক্সটাইলে চাকরি করত। আমি দোকানে ছিলাম। সকালে সে কারখানায় যায়। কিছু সময় পর শুনতে পাই শাহরিয়ার আঘাত পেয়েছে। দৌড়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পাই।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমা জানান, ওই যুবককে মৃত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সরেজমিনে তদন্ত করে হাত্যার কারণ জানতে কাজ করছি। নিহতের মামা অভিযুক্ত রনি পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।