ফ্রেশ অনন্যা ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ২০২৩ সালে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনে। বাজারে আসার পর অল্প সময়েই ফ্রেশ অনন্যা, পিরিয়ড হাইজিনে উচ্চমান এবং পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাবের জন্য একটি বিশ্বস্ত নামে পরিণত হয়।
বাংলাদেশের সর্বপ্রথম সব ধরনের স্যানিটারি ন্যাপকিনে এডিএল এবং এয়ারলেইড পেপারের ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায় দেশব্যাপী নারীদের মধ্যে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করে।
সাফল্যের এ ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।
সম্প্রতি এমজিআইর প্রধান কার্যালয় ফ্রেশ ভিলাতে এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এমজিআইর পক্ষে ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ সময় তাসনিম মোস্তফা বলেন, ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পথচলায় মিমকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার সুরুচি ও স্বকীয়তা বাংলাদেশের প্রতিটি নারীর সঙ্গেই মিলে যায়। আমরা পিরিয়ড সচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ এবং নারীদের নিজেদের উপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিতে কাজ করে যাব।’
একটি ব্র্যান্ড হিসেবে ফ্রেশ অনন্যা কেবল ন্যায্য মূল্যে উচ্চ মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিন বাজারজাতকরণেই সীমাবদ্ধ থাকতে চায় না। পণ্য চাহিদা সুনিশ্চিত করে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ড-টি কাজ করে যেতে চায়।
ফ্রেশ অনন্যা মানেই- পরিবর্তন, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের এক আলোকবর্তিকা। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর আগামী ক্যাম্পেইন ও কমিউনিকেশন-গুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিদ্যা সিনহা মিমকে সক্রিয়ভাবে দেখা যাবে। বাংলাদেশের প্রতিটি নারীর সুস্থতা ও সচেতনতায় এই পার্টনারশিপের মাধ্যমে একটি ইতিবাচক ও সুদূরপ্রসারি প্রভাব রাখার প্রচেষ্টা থাকবে।