হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার সহজ উপায়
স্মার্ট ডিভাইসের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বিশ্বের প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করে থাকেন। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও এটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন সময় নানান ফিচার যুক্ত করছে। কিন্তু অ্যাপটিতে কল রেকর্ড করার কোনো ফিচারই নেই। কারণ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের কল রেকর্ড করার সুযোগ দেয় না।
কিন্তু আপনি কি জানেন- চাইলেই সহজে হোয়াটসঅ্যাপের যে কারো ভয়েস কল রেকর্ড করতে পারবেন। ভাবছেন কিভাবে সম্ভব?
এ জন্য থার্ড পার্টি অনেক অ্যাপ রয়েছে। যেগুলো দিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায়। যেমন- কিউব এসিআর, জনপ্রিয় এই কল রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এছাড়া এ রকম আরও বেশ কিছু অ্যাপ আছে, যা ব্যবহার করে আপনি কল রেকর্ড করতে পারবেন।
যেভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন:
প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা আপবার পছন্দ মতো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন। এবার কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে। কল শেষ হওয়ার পরে অ্যাপের মধ্যেই রেকর্ড করা কলটি শুনতে পাবেন ব্যবহারকারী।