'বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করা হবে'
'বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন লড়াই শুরু করা হবে,' সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, 'আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাদের আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি ও মানুষের চিন্তা লালন করে না। এরা ভিনদেশী চিন্তা লালন করে। যদি বিতর্কিত উপদেষ্টাদের এখনো প্রত্যাহার না করেন তাহলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে।'
তিনি বলেন,'ভারতের রাজ্য সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল। তবে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, দারিদ্র থাকতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না।
এ সময় হাজী শরীয়াতুল্লাহর ৭ম পুরুষ বাহাদুরপুর মঞ্জিলের পীর হাউেৎ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুমের মুহতামিম মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসমাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।