শেখ হাসিনা আমাকে একা করে দিয়েছে: তাপসের মা

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৩:৫৫
শেয়ার :
শেখ হাসিনা আমাকে একা করে দিয়েছে: তাপসের মা

রাজধানীর উত্তরা থেকে গেল সোমবার রাতে গ্রেপ্তার করা হয় সংগীতের ‘অঘোষিত মাফিয়া’খ্যাত কৌশিক হোসেন তাপসকে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন হাজির করা হয় আদালতে।

এরপর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ আদালতে তাপসের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আজ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। আজ সকালে তাপসকে আদালতে দেখতে আসনে তাপসের মা মেহের নিগার চঞ্চল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময় ২০১২ সালে “বিগ শো” নামে এটিএন বাংলার প্রোগ্রাম থেকে তাপসকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাপস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। এই ১২ বছরে ১২ বারও তাপসের সঙ্গে আমার দেখা হয়নি। তখন থেকে আমাকে একা করে দেওয়া হয়েছে। গুলশান থানাসহ আমার পাঁচটা বইয়ে এ বিষয়ে আমি লিখেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছি, অনেকদিন তো আপনার কাছে রেখেছেন। এবার আমার ছেলে তাপসকে ফিরিয়ে দেন।’

এ সময় তাপসের মা আরও বলেন, ‘আমার ছেলেকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে কখনোই এ ধরনের কাজের সঙ্গে জড়িত হতে পারে না। আমি মা হিসেবে এটা গ্যারান্টি দিচ্ছি। তদন্ত না করে সবাইকে যদি এক পাল্লায় মাপা হয়, সেটি আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সত্য ঘটনা সুন্দর করে তুলে ধরবেন।’

তিনি আরও বলেন, ‘এক বছর আগেও আয়নাঘর কাকে বলে? আমার ধারণা ছিল না। আমার ছেলেকে শেখ হাসিনা হাতের মুঠোয় রেখেছে। আমার ছেলে যদি বিপজ্জনক হয়েই থাকে, আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ১২ বছর হাসিনার বিরুদ্ধে লড়েছি। ১৯৭৪ সালে আওয়ামী লীগ ত্যাগ করেছি।’

এদিকে, ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী হত্যাচেষ্টার একটি মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস।