আন্দোলনের মুখে সেই অধ্যক্ষ ওএসডি

রংপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
শেয়ার :
আন্দোলনের মুখে সেই অধ্যক্ষ ওএসডি

রংপুর মেডিকেল কলেজে (রমেক) সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে অপসারণ দাবিতে ৭ দিনের টানা বিক্ষোভ ও দুই ঘণ্টা কর্মবিরতির পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১ শাখা) দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে রংপুর মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। বদলি-পদায়নকৃত এসব কর্মকর্তা ১০ নভেম্বরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ এবং সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক পদে পদায়ন করা হয়। এরপর দিনই বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

আন্দোলকারী চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এই দায়িত্বে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন । একই সঙ্গে আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ এক সপ্তাহের আন্দোলনের মুখে অবশেষে বদলি হলেন ডা. মাহফুজুর রহমান।