তারেক রহমানের প্রশংসা করলেন জয়

অনলাইন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১৯:২১
শেয়ার :
তারেক রহমানের প্রশংসা করলেন জয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করলেন চিত্রনায়ক জয় চৌধুরী। একইসঙ্গে তারেক রহমানকে দেশে ফেরারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ প্রশংসা ও আহ্বান করেন জয়।

ফেসবুক পোস্টে এ চিত্রনায়ক লেখেন, ‘তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।’

জয় চৌধুরীর এমন পোস্টে চলছে সমালোচনা। তার পোস্টের অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। কারণ তিনি আওয়ামী লীগ ঘরানার লোকজনের সঙ্গে চলাফেরা করতেন। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত চিত্রনায়ক জায়েদ খানেরও ঘনিষ্ঠ তিনি। তাই তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় অনেকেই তার সমালোচনা করছেন।

মাছার হোসেন নামের একজন লিখেছেন, ‘চামচামি, শুরু হয়ে গেছে। ওরে পল্টিবাজরা, আপনাদের সব স্ক্রিনশট আমার কাছে আছে।’ কাজী আহমেদ লিখেছেন, ‘শুরু হলো, তোমাদের পল্টিবাজ চামচামি। আরে পাবলিক সব কিছু মনে রেখেছে। এত তাড়াতাড়ি আওয়ামী লীগ চামচামি ছেড়ে দিলেন, হা হা।’ রুমানা রাত্রি নামের একজন লিখেছেন, ‘জয় তুই এই সব পাগলামি করা বাদ দে দোস্ত। ভালো আছিস ভালো থাক।’

May be an image of 2 people

অপু বিশ্বাসের সঙ্গে জয় চৌধুরী

জয় চৌধুরী ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’, ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাকে সর্বশেষ চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। তার অভিনীত কোনো ছবিই ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে নানা সময়ে নানা কারণে আলোচনায় থাকেন জয়। চলচ্ত্রি শিল্পী সমিতির নির্বাচন এবং পরবর্তী সময়ে সাংবাদিকের গায়ে হাত তোলার কারণেও আলোচনায় আসেন তিনি।