জন্মদিন থেকেই ধূমপান ছেড়ে দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ০৯:১৯
শেয়ার :
জন্মদিন থেকেই ধূমপান ছেড়ে দিলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান। এই অভিনেতার নিত্যদিনের সঙ্গী সিগারেট। কিছু মুহুর্ত পর পর একের পর এক সিগারেট ধরানো তার অভ্যাস। 

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে একটি ঘোষণা দিলেন। ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানিয়েছেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’

শাহরুখ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’

শাহরুখ খানের জন্মদিন মানেই মান্নাতের সামনে প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে জনজোয়ার। বলিউড বাদশার ৫৯তম জন্মদিনে এবারও এই দৃশ্যের ব্যতিক্রম হয়নি। 

গত শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। 

তবে এবারের জন্মদিনে শাহরুখ একটু ভিন্নভাবেই পালন করলেন। মান্নাতের ছাদ বাদ দিয়ে ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন শাহরুখ। তিনি সাদামাটা পোশাকেই মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে পৌঁছে গেলেন। 

বলিউড বাদশা মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তদের সকল ক্লান্তি অবসাদ দূরে হয়ে গেল।

এ অনুষ্ঠানে শাহরুখকে নাচতেও দেখা গেল। জানা যায়, শাহরুখ খানের এক ফ্যানক্লাব নাকি আয়োজনটা করেছিল। তাদের নিরাশ করেননি কিং খান। তবে এ কারণেই এবার মান্নাতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তরা সারাদিন অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।