দীঘির ‘বিয়ে’ দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক!
প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। তাও আবার হালের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। মিলেছে সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও। এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না। আর দীঘির এই বিয়ে হবে বড় র্পদায়, অর্থাৎ সিনেমায়। যার শিরোনাম ‘৩৬-২৪-৩৬’।
আজ বুধবার বিকেলে কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকিশেন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে এটি। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন। তবে সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে- তা এখনই বলতে নারাজ এর প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি জানান, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
এদিকে প্রচলতি আছে যে, ‘হাজার কথা না হলে নাকি বিয়ে হয় না’। পর্দার বিয়ে হলেও দীঘির ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না। বড়র্পদায় বধূ বেশে কবে আসছেন এই নায়িকা- তা নিয়েও চলছে নানা কথাবার্তা। এছাড়া সামাজিক মাধ্যমে ‘বিয়ের কার্ড’ প্রকাশ করে তো রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি!
রেজাউর রহমানের পরিচালনায় ‘৩৬-২৪-৩৬’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ। নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন কারিনা কায়সার ও মোনতাসির মান্নান।
সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত এর শিল্পী-কলাকুশলীরা। পর্দায় প্রিয়ন্তী চরিত্রের অভিনয় করেছেন দীঘি। অধিকাংশ সময়ই তাকে বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে।
দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর মধ্যদিয়ে বড়র্পদায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। ‘৩৬-২৪-৩৬’ সেন্সর পাওয়ার পর তিনি বলেন, ‘আমি যতটা খুশি তার চেয়ে বেশি নার্ভাস। ফারুকী ভাই (মোস্তফা সরয়ার ফারুকী) ও তিশা আপুর (নুসরাত ইমরোজ তিশা) কাছে কৃতজ্ঞ যে, তারা আমার মধ্যে শ্রেয়াকে খুঁজে পেয়েছেন। কখনো ভাবিনি যে, আমাকে বড় র্পদায় দেখা যাবে। এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমিও অপক্ষো করছি স্বপ্ন পূরণ দেখার জন্য।’
শুধু কারিনাই নন, বড়পর্দায় এটি পরিচালক রেজাউরেরও প্রথম সিনেমা। তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সিনেমা হলে এমন জনরার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। রম-কম, ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সেই ধরনের একটা সিনেমাই আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তির অনুমতি পেয়েছে, এজন্য আমি খুব খুশি।’
‘৩৬-২৪-৩৬’ সিনেমাটি ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা। এতে আরও অভিনয় করছেনে গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট