‘খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন ততবার উন্নয়ন হয়েছে’
বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন ততবার এই এলাকার উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মামুনুর রশীদ মামুন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতে কী পরিমাণ দুর্নীতি করেছে, তা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে নিশ্চয়ই জেনেছেন। আগামীতে স্বাস্থ্যখাত যেন সেবার মান নিয়ে এগিয়ে আসে। বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন ততবার এই এলাকার উন্নয়ন হয়েছে, আমি দেশনেত্রী খালেদা জিয়াকে সাথে নিয়ে এলাকায় এসেছিলাম। আগামীতে অসুস্থতার কারণে যদি না আসতে পারেন তাহলে দেশনায়ক তারেক রহমান ফুলবাড়িয়ার মাটিতে আসবেন। তিনি এলে এলাকার স্বাস্থ্য খাত, শিক্ষার অবকাঠামো, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে। ’
উপজেলা চত্বরে জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বিএনপির নেতা শফিকুল ইসলাম খসরু খান, হেলিম মাস্টার, ফজলুল হক চৌধুরী, ওয়াদুদ মাস্টার, যুবদল নেতা মো. খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের