ঢাবিতে মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল ছাত্রের

ঢাবি প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৫
শেয়ার :
ঢাবিতে মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল ছাত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের পা ভেঙে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ছাত্রের নাম সাদাফ। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের ছাত্র এবং বিজয় একাত্তর হলের আবাসিক।

সংগীত বিভাগের ছাত্র রাসেল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিল সাদাফ। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে সাদাফের ওপর দিয়ে চালিয়ে দেয়। এ ঘটনায় সাদাফসহ তার আরেক বন্ধু আহত হন।

তিনি জানান, সাদাফের দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এক বছরেও সুস্থ হতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।

মোটরসাইকেলটিকে শনাক্ত করা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, সাফাদ তখন গুরুতর আহত ছিল। পা ভেঙে যাওয়ার নড়তে পারছিল না। আর মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। তাই সেটি শনাক্ত করতে পারেনি।

সাদাফের পায়ের এক্সরে প্রতিবেদন থেকে জানা যায়, তার দুটো পা হাটুর নিচ থেকে ভেঙে গেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমাকে এই বিষয়টি এখনও কেউ জানায়নি। আমি ছেলেটার খোঁজ নিচ্ছি। হাসপাতালে তাকে দেখতে এখনই টিম পাঠাচ্ছি। এমতাবস্থায় বিশ্ববিদ্যায়ল পরিবার সবসময় তার পাশে থাকবে।’