পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন
রংপুরের পীরগাছায় সদর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে এ কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।
হিন্দু শাখার কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মন, সহসভাপতি দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মন ও অর্থসম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মন।
কমিটি গঠনের আগে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মন, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে সব সময় আছি। বাংলাদেশ আমাদের সকলের। হিন্দু-মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই। ’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের