ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী: খোকন

নরসিংদী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ২১:৩০
শেয়ার :
ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। আমরা দেখেছি কোটা আন্দোলনে ও নিরাপদ সড়ক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কিভাবে আক্রমণ করেছে। আমরা দেখেছিলাম ছাত্রীদেরকে কিভাবে রাজপথে নৃশংসভাবে পিটিয়েছে।

আজ শুক্রবার বিকেলে নরসিংদী করিমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা, নিপীড়ন ও নির্যাতন করে, সেই সংগঠন রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবু সালেহ চৌধুরি, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফকির রনিসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।