এসসিবি ২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ৪র্থ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
২২ অক্টোবর ২০২৪, ১৭:২৭
শেয়ার :
এসসিবি ২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ৪র্থ সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণী অনুমোদনসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের বিষয়টিও অনুমোদিত হয়। এছাড়াও বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে উদ্ভুত সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভুঁইয়া; সৈয়দ মোঃ বখতিয়ার; জিয়াউল ইসলাম ও কে, এম, আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন।