রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড়, তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২০ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় দেখা যায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করা, এ ব্যাপারে পরবর্তী করণীয় বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে কমিটিতে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়াকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
জানা গেছে, গত রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা কালো হিজাব দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দীসহ আরও কয়েকজন ওই কাপড় নামিয়ে ফেলেন।
এ বিষয়ে লিটন নন্দী বলেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনা বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের যেন শনাক্ত করা হয়।’
তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এমনকি কখন এই কালো কাপড় হিজাবের মতো করে মোড়ানো হলো, সে বিষয়েও কেউ সুস্পষ্ট কিছু বলতে পারেনি।