বন্ধু মনি কিশোরের স্মরণে যা বললেন সানী

বিনোদন প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
বন্ধু মনি কিশোরের স্মরণে যা বললেন সানী

রাজধানীর রামপুরার বাসা থেকে গেল শনিবার দিবাগত রাতে জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। এই গায়কের জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি ‘কী ছিলে আমার’। যা ব্যবহার হয়েছিল ‘কে অপরাধী’ সিনেমায়। পর্দায় গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী। গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সেসময়। এটি লুফে নিয়েছিল শ্রোতারাও। এবার বন্ধু মনি কিশোরকে নিয়ে স্মৃতিচারণ করলেন এই অভিনেতা।

গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য প্রয়াত গায়কের স্মরণে একটি ভিডিওবার্তা দিয়েছেন ওমর সানী। ‘কী ছিলে আমার, স্মৃতিতে মনি কিশোর’ শিরোনামে তিনি বলেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল। সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম, এত রাগ-অভিমান ভালো না, গান কর। ও আমাকে বলত, “শুধুই তোমার জন্য গান করব।” বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। কী ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি।’

সংগীতজীবনে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। ৩০টির বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার, যার সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। তিনি নিজেও গান লিখেছেন ২০টির মতো। তার গানের মধ্যে ‘কী ছিলে আমার’ ছাড়াও ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য।