আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আওয়ামী লীগ ও দলটির সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা এবং জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদের আমলে সংঘটিত সকল অন্যায়ের বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, গণঅভ্যুত্থানের প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। এখনো জুলাই বিপ্লবের যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কিন্তু জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছি, সেই স্বৈরাচারী সরকারের পুনর্বাসনের চেষ্টা করছে একটা গোষ্ঠী। ইউনুস সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি জুলাই বিপ্লবের স্প্রিরিট ভুলে যান, তাহলে আমরা আবার রাস্তায় নামব। স্বৈরাচারকে যেভাবে নামিয়েছি, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে আমাদের সময় লাগবে না। আপনার দপ্তরে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করুন।
আরও পড়ুন:
জোটের ভাগে অনেক নেতা নৌকা হারাবেন