এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন হেলাল উদ্দিন
দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
গত ৯ অক্টোবর অপরাহ্ণে তিনি কাজে যোগ দেন।
ওইদিন সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি একইদিনে বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন। এরপর দুর্গাপূজার ছুটি শুরু হয়ে যায়।
পূজার ছুটিশেষে আজ সোমবার প্রথম দিনের মত অফিস করেন। এ সময় অথরিটির কর্মকর্তা কর্মচারিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অথরিটির কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।