নাতির মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ২১:০১
শেয়ার :
নাতির মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধা

নরসিংদী রায়পুরায় ছাত্রলীগের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও ছাত্রদল নেতা জুনায়েদ আল হাবিব নামের এক যুবক। জুনায়েদের মৃত্যুর সংবাদ শুনে তার দাদি হেলেনা বেগম গুরুতর অসুস্থ হয়ে মারা যান।

আজ বুধবার সকাল ১০টায় নিহত দাদি এবং নাতির জানাজা শেষে দাফন করা হয়। গত সোমবার সন্ধ্যায় জুনায়েদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান বৃদ্ধা হেলেনা বেগম। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতাকর্মীরা জুনায়েদকে হামলা ও ছুরিকাঘাত করে।

জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সহ-সম্পাদক ও বিএনপি পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধূরী মানিক, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপি সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা মরজাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ জামানহ অনেকে।

এ সময় উপস্থিত মুসল্লিরা জুনায়েদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।