আইসিএসবি করপোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেল ইউপিজিডিসিএল
কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’পেল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। গত শনিবার ‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘ফুয়েল অ্যান্ড পাওয়ার’ক্যাটাগরিতে এ পুরষ্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এই সম্মাননা সুশাসনের মানদণ্ডগুলো কঠোরভাবে অনুসরণের ক্ষেত্রে ইউনাইটেডের ধারাবাাহিক প্রতিশ্রুতির প্রতিফলন ও একইসঙ্গে এটি কর্পোরেট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইসিএসবির দায়বদ্ধতার বিষয়টিকেও তুলে ধরেছে।