চাঁদপুরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ আটক ৩
চাঁদপুরের হাইমচরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির সহ আরও দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। আজ রবিবার রাতে অভিযান চালিয়ে চরভৈরবী ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- বিএনপি নেতা ফজলু শেখ ও জাফর বল্লি।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে রাত ৮টার সময় সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, তার চাচাতো ভাই ফজলু শেখ ও তার ভাগিনা জাফর বল্লিকে আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে শামছল হক গাজী বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেছেন।
ওসি ইয়াসিন বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ’